আর্কাইভ থেকে আমদানি-রপ্তানি

বিশ্ববাজারে টানা ৪ দিন কমলো জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। এ নিয়ে টানা চারদিন জ্বালানি পণ্যটির মূল্য কমলো। ফলে সেখানে তেলের চাহিদা কমার উদ্বেগ তৈরি হয়েছে। এতে জ্বালানি পণ্যটির দরপতন ঘটেছে।

বৃহস্পতিবারও (১০ নভেম্বর) কোভিড জিরো নীতি আরও কঠিন করেছে চীন। দেশটি বিশ্বের শীর্ষ তেল আমদানিকারক । যে কারণে তেলের দাম কমেছে আন্তর্জাতিক বাজারে ।

চীনের কয়েকটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শহরে নতুন করে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে। সেই তালিকায় রয়েছে দেশটির রাজধানী বেইজিংও। ইতোমধ্যে শিল্প উৎপাদন কেন্দ্র গুয়ানঝোউতে লাখ লাখ বাসিন্দাকে কোভিড-১৯ পরীক্ষা করতে বলা হয়েছে।

পিভিএম অয়েল ব্রোকারের টমাস ভার্গা বলেন, চীনে করোনার কারণে চাহিদা হ্রাস পেয়েছে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের ডলারের দর বেড়েছে। চতুর্থ প্রান্তিকে তেলে লোকসান গুণতে হতে পারে। তাতে জ্বালানি পণ্যটির দাম নিম্নমুখী হয়েছে।

এদিকে  রাশিয়ার তেলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে। রুশ জ্বালানি পণ্যের মূল্য সীমাও বেঁধে দিতে যাচ্ছে জি৭ভুক্ত দেশগুলো। তেলের দাম কমাতে এসবও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

আন্তর্জাতিক বেঞ্চমার্ক অপরিশোধিত ব্রেন্টের দাম ৬৮ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ কমেছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৯১ দশমিক ৯৭ ডলারে।

অন্যদিকে অপরিশোধিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দর হ্রাস পেয়েছে ১ দশমিক ০৭ ডলার বা ১ দশমিক ৩ শতাংশ। ব্যারেলপ্রতি মূল্য স্থির হয়েছে ৮৪ দশমিক ৭৬ ডলারে।

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন