বগলের নিচে কালো দাগ দূর করার উপায়
বগলের কালচে দাগ নিয়ে অস্বস্তিতে ভোগেন অনেকে। যদিও পোশাকের কারণে শরীরের এই অংশ বেশিরভাগ সময় ঢাকা থাকে তবু নিজের কাছে স্বস্তির একটি বিষয় রয়েছে। বিভিন্ন কারণে বগলে কালো দাগ সৃষ্টি হতে পারে। নানারকম ডিওডোরেন্ট ব্যবহার, শেভিং, চাপা পোশাক পরা, ত্বকের নানা সমস্যা ইত্যাদি কারণে বগলে এ ধরনের দাগ হতে পারে। তবে এই নিয়ে লজ্জা পাওয়ার কিছু নেই। বরং ঘরোয়া কিছু উপায় মেনে চললে খুব সহজে এই দাগ থেকে নিষ্কৃতি পেতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক তেমনই ঘরোয়া উপায়- নারিকেল তেল ও লেবুর রসের ব্যবহার ত্বকের জন্য উপকারী একটি উপাদান হলো নারিকেল তেল। এতে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান। এই উপাদান আমাদের ত্বককে ভালো রাখতে কাজ করে। এই তেলে আরও আছে ভিটামিন ই। অপরদিকে লেবুকে বলা হয় প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট। এটি ত্বকের যত্নে খুবই উপকারী। এই দুই উপাদান মিশিয়ে বগলে স্ক্রাব হিসেবে ব্যবহার করুন। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন। এরপর ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। এভাবে সপ্তাহে অন্তত দুইবার ব্যবহার করুন। অলিভ অয়েলের ব্যবহার দীর্ঘকাল ধরে রূপচর্চার অংশ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে অলিভ অয়েল। এই তেল ত্বকের জন্য খুবই উপকারী। বগলের কালচে দাগ দূর করার জন্য এক টেবিল চামচ অলিভ অয়েল ও এক টেবিল চামচ ব্রাউন সুগার মিশিয়ে নিন। এবার সেই মিশ্রণ বগলে লাগিয়ে ২ মিনিটের মতো স্ক্রাব করুন। তারপর কয়েক মিনিট রেখে ধুয়ে নিন। এভাবে সপ্তাহে দুইবার ব্যবহার করতে পারেন।