পেনাল্টি মিসে স্বপ্ন ভঙ্গ বাংলাদেশের
সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে নতুন চ্যাম্পিয়ন হয়েছে নেপাল। আজ শুক্রবার (১১ নভেম্বর) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে টুর্নামেন্টের শেষ ম্যাচে বাংলাদেশকে ১-১ গোলে রুখে দিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে নেপালের মেয়েরা।
ম্যাচের তখন ৯০ মিনিট, স্কোরলাইন ১-১। তখন হঠাৎ করেই বাঁ প্রান্ত থেকে বাংলাদেশের তৃষ্ণার করা ক্রস নেপালের বিপানার হাতে লাগে। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। কিন্তু জয়নব বিবির নেওয়া পেনাল্টি শট নেপালের গোলরক্ষক সেভ করে ফেলেন। এই সেভই নেপালকে সাফ অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন করেছে৷ নারীদের সাফে এটি নেপালের প্রথম শিরোপা।
দুই মাস আগে সাবিনারা কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়ন হয়েছিল। আজ ঢাকায় কমলাপুরে সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে নেপাল চ্যাম্পিয়ন হয়ে সেই টুর্নামেন্টের প্রতিশোধই নিল।
জিতলে চ্যাম্পিয়ন-এমন সমীকরণ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু আসল লড়াইয়ে বাংলাদেশ সেটা পারেনি। ভুল পাস আর এলোমেলো ফুটবল খেলে আর যাই হোক ম্যাচ জেতা যায় না।
বাংলাদেশ একাদশ
সঙ্গীতা রাণী দাস, জয়নব বিবি রিতা, রুমা আক্তার (অধিনায়ক), অর্পিতা বিশ্বাস, নুসরাত জাহান মিতু, থুইনু মারমা, পূজা দাস (তৃষ্ণা), অনন্যা মুরমু বিথী (কানম আক্তার), কানন রাণী বাহাদুর, সুলতানা আক্তার (উমেহলা মারমা) ও সুরভী আকন্দ প্রীতি।