টোঙ্গায় শক্তিশালী ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি
প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের দ্বীপদেশ টোঙ্গায় আবারও ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে সুনামি হতে পারে বলে দেশটিজুড়ে শতর্কতা জারি করা হয়েছে।
শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন’র এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
স্থানীয় সময় শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যায় এ ভূমিকম্পটি আঘাত হানে। তাৎক্ষনিকভাবে হতাহতের তথ্য জানা যায়নি।
দেশটির রাজধানী থেকে ২১১ কিলোমিটার দূরে সাগরে ভূমিকম্পটি আঘাত হানে। এরপরই সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়। এরই মধ্যে দেশটির সরকার সেখানকার নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্খল ছিল মাটির ২৪ দশমিক ৮ কিলোমিটার গভীরে।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্ন্যুৎপাত ও তা থেকে সৃষ্ট সুনামিতে লণ্ডভণ্ড হয়ে যায় টোঙ্গার কিছু দ্বীপ।
ধ্বংস হয়ে যায় ওই অঞ্চলের বেশিরভাগ ঘরবাড়ি। ১৭১টি দ্বীপ নিয়ে গঠিত দেশটির মাত্র ৪৫টি দ্বীপে জনবসতি রয়েছে।