আর্কাইভ থেকে দেশজুড়ে

রাজশাহীতে ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু, বাড়ছে শনাক্ত

সবশেষ হিসাব অনুযায়ী গেলো ২৪ ঘণ্টায় রাজশাহীতে দুই জনের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১২ জন রোগী।

মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকার সোমেনা (৩৯) ও পাবনার জেলার সুজানগর এলাকার কামরুল ইসলাম (২৮) ।

আজ শনিবার (১২ নভেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, তারা দুই জনই ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন। তাদের শরীরে ডেঙ্গুর ভেরিয়েন্ট প্রকট আকার ধারণ করায় চিকিৎসা দিয়েও তাদের বাঁচানো সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, আগের চেয়ে বর্তমান যেঙ্গু আক্রান্ত রোগি ভর্তির পরিমানও বেড়েছে। বর্তমান রামেক হাসপাতালে ২৩ জন  ডেঙ্গু আক্রান্ত রোগি চিকিৎসাধীন রয়েছে। তবে গেলো ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হওয়া রোগিদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৪ জন রোগী।

এ সম্পর্কিত আরও পড়ুন