আর্কাইভ থেকে করোনা ভাইরাস

ভারতে কমেছে করোনায় মৃত্যু ও শনাক্ত

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিনের মৃত্যু-সংক্রমণ কমেছে অনেকটাই। আগের তুলনায় দেশটিতে মৃত্যু কমেছে। রোববার দুই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে দুই হাজার ৪৪৫ জন। যা ২২ এপ্রিলের পর সর্বনিম্ন। কমেছে সংক্রমণও। একদিনে শনাক্ত হয়েছে এক লাখ ১২ হাজারের বেশি মানুষের শরীরে। যা গেল তিন এপ্রিলের পর সর্বনিম্ন।

দেশটির স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসারে, মহারাষ্ট্র এবং দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোর তুলনায় দ্রুতহারে কমছে উত্তরাঞ্চলে করোনার বিস্তার। গেলো মাসের তুলনায় রাজধানী দিল্লিসহ উত্তরাখণ্ড, বিহার, রাজস্থান ও হরিয়ানায় সংক্রমণ হার কমেছে ৮ শতাংশের ওপর।

ভারতে এখন পর্যন্ত দুই কোটি ৮৯ লাখের বেশিরভাগ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মোট মৃত্যু তিন লাখ ছুঁইছুঁই।  

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন