ইউজিসি পোস্ট ডক্টরাল ফেলোশিপের জন্য মনোনীত কুবি অধ্যাপক
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক প্রবর্তিত 'ইউজিসি পোস্ট ডক্টরাল ফেলোশিপ-২০২২' এর জন্য মনোনীত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিষয়টি জানা যায়।
গবেষণার বিষয় হিসেবে 'বাংলাদেশে ত্রিপুরা জন-জাতির সাহিত্যচর্চা'র উপর এই ফেলোশিপ পেয়েছেন তিনি। তবে গবেষণার ক্ষেত্রসমীক্ষণ স্থান বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল এবং ভারতের ত্রিপুরা রাজ্য।
এ বিষয়ে বাংলা বিভাগের প্রধান ড. জি. এম. মনিরুজ্জামান বলেন, আমি এই প্রাপ্তির জন্য বাংলাদেশ সরকার, ইউজিসি সর্বোপরি কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবারের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। এটি আমার জীবনের অন্যরকম প্রাপ্তি। বিশ্ববিদ্যালয়ের ষোল বছরের ইতিহাসে আমি ২য় ব্যক্তি হিসেবে এই ফেলোশিপ পেলাম। আমার এই অর্জন যেন আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ছাড়িয়ে যায় এই আশা ব্যক্ত করি।