আর্কাইভ থেকে জাতীয়

‘জনগণের সম্পদ লুট করে চিরদিনের জন্য বিদায় নিতে পারেন’

যারা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন তারা ভোগ দখলের জন্য নির্বাচিত হননি। বরং জনগণের সেবা করার জন্য আপনারা নির্বাচিত হয়েছেন। সুতরাং আপনারা যদি চান নিজেরা ভোগ দখল করবেন তাহলে করে একবারেই বিদায় নিতে পারেন। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৪ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জেলা পরিষদের নবনির্বাচিতদের শপথ অনুষ্ঠান তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে এখন আর কেউ অবহেলা করে না। গ্রামের মানুষ যাতে শহরের সুযোগ-সুবিধা পায় সেজন্য নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার এ নিয়ে চতুর্থবার ক্ষমতায়, আমরা মানুষের কল্যাণে, মানুষের স্বার্থে কাজ করে যাচ্ছি। এদেশের মানুষকে চাই একটা উন্নত জীবন দিতে। একটি লোকও দরিদ্র, গৃহহীন-ভূমিহীন থাকবে না। একটি লোকও অশিক্ষায়, অন্ধকারে থাকবে না।

 

এ সম্পর্কিত আরও পড়ুন