আর্কাইভ থেকে জাতীয়

‘ঘরে বসেই করা যাবে ড্রাইভিং লাইসেন্স’

ঘরে বসেই করা যাবে ড্রাইভিং লাইসেন্স। শুধু পরীক্ষার জন্য একবার বিআরটিএতে যেতে হবে। বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১৫ নভেম্বর) বনানীতে বিআরটিএ সদর কার্যালয়ে আয়োজিত জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৯তম সভায় এ কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, মহাসড়কে মোটরসাইকেল নিষিদ্ধের বিষয়টি নিয়ে সভায় আলোচনা হয়েছে। তবে আমরা নিষেধাজ্ঞা আরোপের চেয়ে বাইক নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিচ্ছি।

তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষতে থ্রি-হুইলার এবং মোটরসাইকেলের জন্য একটি নির্দেশিকা তৈরি করতে বলা হয়েছে। দ্রুততম সময়ে তারা তা পেশ করবেন।

ওবায়দুল কাদের আরও বলেন, সুনামগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর মিথ্যা। আমাদের সম্পর্কে মিথ্যা খবর দেয়া থেকে বিরত থাকবেন। এটা আমার অনুরোধ। ইটস এ ফলস (মিথ্যা)। এটা ভুল। এখন আপনারা খবর নিতে পারেন। কী কারণে লোকটার মৃত্যু হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন