আর্কাইভ থেকে জাতীয়

বস্তিতে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটি গঠন

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিসের উপপরিচালক নূর হাসান আহম্মেদকে সভাপতি করে এ কমিটি গঠন করা হয়।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন মনে করেন, তদন্ত কমিটির অনুসন্ধানে আগুন লাগার আসল কারণ বেরিয়ে আসবে।

আজ সোমবার ভোর ৫টার দিকে ওই বস্তিতে আগুন লাগে। আগুন লাগার পরই ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট ঘটনাস্থলে এসে দীর্ঘ দুই ঘণ্টার প্রচেষ্টায় সকাল ৭টার দিকে আগুনে নিয়ন্ত্রণে আনে। তবে, বাতাসে আগুন দ্রুত চার দিকে ছড়িয়ে পড়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিস কর্মীদের।

আগুনে ঘর পুড়ে যাওয়া ভুক্তভোগী এক নারী বলেন, শুধু কোলের বাচ্চাটাকে নিয়ে বের হতে পারছি, আমার সব পুড়ে ছাই হয়ে গেছে।

সাততলা বস্তিতে প্রায় ৪ থেকে সাড়ে ৪ হাজার ঘর-বাড়ি ছিল। বস্তিটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন