পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ
দেশের সর্ব উত্তরে হিমালয় কন্যাখ্যাত পঞ্চগড় জেলা। অগ্রাহয়নের শুরুতেই পঞ্চগড়ে শীত জেঁকে বসতে শুরু করেছে। রাতে কুয়াশা ঝড়ছে। সন্ধ্যার পর ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে সমগ্র এলাকা। সন্ধার পর হিমেল বাতাস শরীরে শিতল শিহরণ জাগাচ্ছে। দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন তাপমাত্রা নেমে আসছে। আজ ১২ দশমিক ৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয় যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। গেলো এক সপ্তাহ ধরে ১২ থেকে ১৫ ডিগ্রীর মধ্যে তাপ মাত্রা উঠা-নামা করছে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র এ তাপমাত্রা রেকর্ড করেন।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, আবহাওয়ার পরিবর্তনে ফলে দুপুরে রোদের দেখা মিললেও প্রথম সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত বইছে হিমেল হাওয়া। সাথে খানিকটা কুয়াশাও থাকছে।
ভারতের দার্জিলিং-সিকিম ও নেপালের শীত প্রবণ এলাকা গুলো এই জেলার অতি কাছে হওয়ায় এখানে শীতের তীব্রতা প্রতি বছর অনেক বেশী থাকে। তাই এই জেলায় শীতের আগমন ঘটে সবার আগে এবং শীতের বিদায়ও ঘটে সবার পরে।