আর্কাইভ থেকে বলিউড

অদ্ভুত পোশাক মানেই কি শুধু উরফি, না এলিও

অদ্ভুত পোশাক মানেই কি শুধু উরফি জাভেদ? এ রকমই মনে করেন নেটিজেনরা। এবার ‘ফ্যাশনিস্তা’কে টেক্কা দিয়ে এগিয়ে গেলেন সুইডিশ বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী এলি আব্রাম। সম্প্রতি এক পুরস্কার অনুষ্ঠানে যোগ দের এই তারকা। এলি গাড়ি থেকে নামতেই তাকে দেখে মুখ টিপে হাসাহাসি, বিদ্রুপের পাহাড়। সবার চোখ গেলো তার পোশাকে। আলোকচিত্রীদের তোলা ভিডিও ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে। কী পরেছিলেন তারকা?

আসলে, নামেই গাউন। রেশমি সাদা দুটি ঝালর বসানো বস্ত্রখণ্ড ঝুলছিল তার বুক থেকে। সেই পোশাকের তরঙ্গ পায়ে পায়ে নিয়ে চললেন এলি। মাথায় টেনে বাঁধা চুল। এলির রূপে হেসেই খুন সকলে। নিন্দা করতে গিয়েও চলে এল উরফির প্রসঙ্গ। নিন্দকরা একজোট হয়ে মন্তব্য করলেন, ‘আমাদের উরফির ফ্যাশনও এর চেয়ে ভালো। বিপজ্জনক পোশাকেও তাকে মাঝেমাঝে ভালো দেখায়। কিন্তু এটা কী!’

গেলো মাসেই নগ্নপ্রায় অবস্থায় দিওয়ালির শুভেচ্ছা জানিয়ে জনরোষের শিকার হয়েছিলেন উরফি। কিন্তু এলির পদক্ষেপে হতবাক উরফি-নিন্দকরাও। কী বলবেন ভেবে পাচ্ছেন না।

 

View this post on Instagram
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

এ সম্পর্কিত আরও পড়ুন