জয়া এবার যে সুখবর দিলেন
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সামজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ছবি পোস্ট করে সরব উপস্থিতির জানান দেন তিনি। সম্প্রতি তার এক খোলামেলা ছবি পোস্টে মন্তব্য করে আলোচিত-সমালোচিত হয়েছেন অভিনেতা ওমর সানী।
এবার একটি সুখবর দিলেন অভিনেত্রী জয়া আহসান। তার অভিনীত চলচ্চিত্র ‘নকশীকাঁথার জমিন’ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া (আইএফএফআই) উৎসবে প্রতিযোগিতা বিভাগে পুরস্কারের জন্য মনোনীত হয়েছে।
জয়ার ফেসবুট স্ট্যাটাসটি তুলে ধরা হলো-
আমি অত্যন্ত সম্মানিত ও আনন্দিত যে বিশ্বের অন্যতম ফিল্ম ফেস্টিভ্যাল গুলোর একটি ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া’(IFFI) র ৫৩তম আসরে বাংলাদেশ সরকারের অনুদান প্রাপ্ত আকরাম খান পরিচালিত চলচ্চিত্র ‘নকশীকাঁথার জমিন’ (A tale of two sisters) ICFT- UNESCO Gandhi medal পুরস্কারের এর জন্য মনোনীত হয়েছে৷ আগামী ২৫ নভেম্বরে ভারতের এই বৃহত্তম চলচ্চিত্র আসরের মূল স্হান গোয়াতে আনুষ্ঠানিকভাবে হবে ‘নকশীকাঁথার জমিন’এর ওয়ার্ল্ড প্রিমিয়ার৷
১৯৯৪ সাল থেকে শুরু হওয়া এই এ্যাওয়ার্ডের জন্য প্রথমবার বাংলাদেশের পক্ষে আমাদের চলচ্চিত্রটি প্রতিযোগিতার জন্য মনোনয়ন পেয়েছে৷
আমার আনন্দিত হবার বিশেষ কারণ আমার অভিনীত ‘নকশীকাঁথার জমিন’ প্রিয় সাহিত্যিক হাসান আজিজুল হক এর উপন্যাসিকা অবলম্বনে নির্মিত। এর কেন্দ্রীয় চরিত্রে আছে নারী এবং চলচ্চিত্রটি আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি৷
‘নকশীকাঁথার জমিন’ এর সাথে জড়িত আমাদের ইউনিট এবং অন্যান্য সকলকে জানাই আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা৷