আতঙ্কে ধর্মঘট ডাকেন মালিকরা: তথ্যমন্ত্রী
২০১২-১৩ সালের জ্বালাও-পোড়াও আতঙ্কের কারণেই পরিবহন মালিক-শ্রমিকরা বিএনপির গণসমাবেশের আগে ধর্মঘট ডাকে। বলেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শনিবার (১৯ নভেম্বর) চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠ পরির্দশনকালে সাংবাদিকদের একথা বলেন তিনি। আগামী ৪ ডিসেম্বর এ মাঠে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশ উপলক্ষ্যে প্রস্তুতি কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করতে যান তিনি।
এ সময় তথ্যমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগের বিভিন্ন সমাবেশ গ্রেনেড হামলা হয়েছিল। এখন আওয়ামী লীগ সহযোগিতা করছে বলেই বিএনপির গণসমাবেশে একটি পটকাও ফোটেনি। চট্টগ্রামের পলোগ্রাউন্ডে অনুষ্ঠিত হওয়া বিএনপির গণসমাবেশে ভ্যারাইটি শোয়ের মতো মানুষের সমাগম হয়েছিল বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।