২৬ নভেম্বর থেকে সারাদেশে নৌ-ধর্মঘট
আগামী ২৬ নভেম্বর সারাদেশে রাত ১২টা থেকে ১০ দফা দাবিতে ধর্মঘট ডেকেছে নৌযান শ্রমিকরা।
আজ শনিবার (১৯ নভেম্বর) দুপুরে বরিশাল বিভাগীয় নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়।
নৌযান শ্রমিকরা জানান, ন্যূনতম মজুরি ২০ হাজার টাকাসহ ১০ দফা দাবি না মানলে সারাদেশে ধর্মঘট চলবে।
সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা কমিটির সাধারণ সম্পাদক একে আজাদ, শ্রমিক জোটের সমন্বয়কারী মোজাম্মেল সিকদার ও হারুনুর রশিদ সিকদারসহ অন্যান্যরা।