উত্তরায় বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
রাজধানীর উত্তরা-৮ নম্বর সেক্টরে রেললাইনের পাশে বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ছয়টি ইউনিট কাজ করছে।
আজ শনিবার (১৯ নভেম্বর) বিকেল ৪টা ৫৮ মিনিটে আগুন লাগে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।
তিনি বলেন, উত্তরা-৮ নম্বর সেক্টরে রেললাইনের পাশে বস্তিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।