বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন যারা
আজ রোববার (২০ নভেম্বর) থেকে কাতারে পর্দা উঠছে ২২তম বিশ্বকাপ ফুটবলের। বিশ্বসেরার মুকুট পড়তে এক মাস ধরে লড়াই চলবে বিশ্ব ফুটবলে। তারকাদের সাথে নজর থাকবে নতুনদের ওপড়ও। সারা বিশ্বের নজর থাকবে কাতারে ফুটবল যুদ্ধের দিকে।
আর মাত্র কয়েক ঘণ্টা পর শুরু হচ্ছে বিশ্বকাপের ২২তম আসর। খেলা শুরু হওয়ার ২ ঘণ্টা আগে শুরু হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। নানা আয়োজনে সাজানো হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় রাত ৮টায়। দোহার আল বায়াত স্টেডিয়ামে ৬০ হাজার দর্শক এ অনুষ্ঠান সরাসরি দেখতে পারবেন।
ফিফা এখনো কোনো তালিকা জানায়নি। তবে দক্ষিণ কোরিয়ার ব্যান্ড বিটিএসের প্রধান গায়ক জানকুকের থাকার কথা রয়েছে। এ ছাড়া ব্ল্যাক আইড পিস, রবি উইলিয়ামস এবং ভারতের বলিউডি তারকা নোরা ফাতেহিকে দেখা যাবে অনুষ্ঠানে।
প্রথম দিন খেলবে দুই দেশ। আয়োজক দেশ কাতার ও ইকুয়েডর ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপের প্রথম আসর। ম্যাচটি শুরু হবে রাত ১০টায়।