আর্কাইভ থেকে দেশজুড়ে

ঘরের কথা অন্যেকে বলাটা লজ্জাজনক: পররাষ্ট্রমন্ত্রী

কিছু কিছু সাংবাদিক বিদেশি রাষ্ট্রদূতদের প্রশ্ন করে উত্তর দিতে বাধ্য করে। নিজেদের ঘরের কথা অন্যের কাছে বলাটা লজ্জাজনক। বললেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে সিলেট জেলা স্টেডিয়ামে জেলা সাহিত্য মেলায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের বিভিন্ন মন্তব্যে ক্ষুব্দ সরকার। যার ফলে বিদেশি কূটনীতিকদের আচরণবিধি মেনে চলার অনুরোধ জানায় সরকার।

আব্দুল মোমেন বলেন, অন্য কোনো দেশের মানুষ নিজেদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিদেশি কূটনীতিকদের কাছে জানতে চান না।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের চোখে স্প্রে করে জঙ্গি ছিনতাই সংক্রান্ত ঘটনাটি নিছক একটি দুর্ঘটনা। এ দেশের আইনশৃঙ্খলা বাহিনী খুবই দক্ষতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করছেন।

তিনি আরও বলেন, বিএনপি সমাবেশে জনসমাগম নিয়ে নিজেরাই হতাশ। তাদের ইচ্ছে ছিল আন্দোলন শুরু করার, কিন্তু ব্যর্থ হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন