আর্কাইভ থেকে বাংলাদেশ

বাজেটে টেক্সটাইল ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানোর সুযোগ রাখা হয়নি: জুবায়ের তানসিম আহমেদ

বাংলাদেশ টেক্সটাইল মিল এ্যাসোসিয়েশনের পরিচালক জোবায়ের তানসিম আহমেদ বলেছেন, ‘আমরা দেশের ১৮ কোটি মানুষের কাপড়ের সংস্থান করি। অথচ বাজেটে আমাদের জন্য কোন সুবিধাই রাখা হয়নি। আমরা চেয়েছিলাম করোনার এই কঠিন সময়ে ঘুরে দাঁড়াতে। তবে সরকারের সহযোগিতার হাত কোথায়? বাজেট নিয়ে এভাবেই আক্ষেপ করেন তিনি।

বুধবার ( ৯জুন) বায়ান্ন টিভিকে দেয়া এক সাক্ষাতকারে এমন আক্ষেপ জানান তিনি।

তাসনিম জানান, বাজেটে তাদের দাবী ছিলো কাপড়ের ট্যারিফ ফি পুন:নির্ধারণ। কিন্তু তা করা হয়নি। প্রণোদনা দেয়া হয়েছে ১ লাখ ২১ হাজার ৩৬০ কোটি টাকা। এর প্রায় ৭০ ভাগই দেয়া শেষ। দেশের শিল্প-কারখানা সচল রাখতে সরকারের সহযোগিতা চেয়েছেন তিনি।

ভিডিও দেখতে ক্লিক করুন..

এ সম্পর্কিত আরও পড়ুন