আর্জেন্টিনার সমর্থন করা সব সময় ঝুঁকিপূর্ণ
আর্জেন্টিনার পাঁড় সমর্থক মাশরাফি বিন মুর্তজা। দিয়েগো ম্যারাডোনার খেলা দেখে ভক্ত হয়ে যাওয়া জাতীয় দলের সাবেক এই অধিনায়কের আর্জেন্টিনা দল নিয়ে আবেগের শেষ নেই। লাতিন আমেরিকা অঞ্চলের দলটির নিয়মিত খোঁজ রাখেন মাশরাফি। বিশ্বকাপ এলে আয়োজন করে খেলা দেখেন। এবার যেমন আর্জেন্টিনার জার্সি থেকে শুরু করে লুঙ্গি, চশমা কিনে প্রস্তুত হয়ে ছিলেন। কিন্তু প্রথম ম্যাচেই সৌদি আরবের বিপক্ষে হেরে যাওয়ায় যারপরনাই হতাশ তিনি।
ভক্ত হিসেবে দীর্ঘ অভিজ্ঞতা থেকে মাশরাফির কাছে মনে হয়, আর্জেন্টিনার সমর্থন করা সব সময় ঝুঁকিপূর্ণ। লিওনেল মেসির দলের ২-০ গোলের হারের পরপরই একটা ফেসবুক পোস্ট দেন তিনি। ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে দেয়া পোস্টে মাশরাফি লিখেছেন, আর্জেন্টিনার সাপোর্ট করা সব সময় ঝুঁকিপূর্ণ। কিন্তু কিছুই করার নাই, এই দলটাকেই সাপোর্ট করে যেতে হবে।
আবার হয়তো গ্রুপ স্টেজ থেকেই বিদায় নিতে হবে, এটা নতুন কিছু না। তবে ওদের ডিফেন্স আবারও একবার এক্সপোজ হলো। খেলায় অঘটন ঘটে এটা সত্য, তবে সৌদির সাথে ড্র-এর থেকে খারাপ আশা করা যায় না। আর আর্জেন্টিনা কখনো অন্যদের মতো কামব্যাক করতে পারে না, তা আরও একবার প্রমাণিত। ৫০ মিনিট হাতে পেয়েও গোল শোধ করতে পারে না যেখানে, অন্য দল এই অবস্থায় থাকলে ম্যাচ জিততো বা ড্র করতো। চাপে আর্জেন্টিনা কখনোই ভালো দল না।
এরপরও অবশ্য আবার নতুন করে আশায় বুক বাধবেন তিনি। ওয়ানডের সফলতম অধিনায়ক লিখেছেন, চাপে ভালো দল না হওয়ার কারণেই ওদের খেলা নিয়ে কখনোই বড় কিছু আশা করিও না। ব্রেনের ভেতর ঢুকে গেছে দলটা, তাই যা কিছুই হোক দলটার সাথেই আছি। শুভ কামনা পরের ম্যাচের জন্য।
পরে আরও হতাশা ও শঙ্কার কথা জানান মাশরাফি। তিনি বলেন, এই ম্যাচ দেখে সব আশা হারিয়ে ফেললাম। সৌদি আরব ভালো খেলেছে, তাতে সন্দেহ নেই। কিন্তু তাদের বিপক্ষেই এমন হলে মেক্সিকো ও পোল্যান্ডের বিপক্ষে তো আশাই দেখি না। শেষ ষোলোতে যাওয়ার পথটা কঠিন হয়ে গেল তাদের। এরপরও বিশ্বাস রাখি পরের দুই ম্যাচ জিতে পরের রাউন্ডে যাবে আর্জেন্টিনা।