৯ ডিসেম্বর ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশ
আগামী ৯ ডিসেম্বর রাজধানীতে সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
আজ মঙ্গলবার (২২ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ওই সমাবেশ অনুষ্ঠিত হবে।
এদিকে ১০ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। যদিও এখনও তারা সেখানে সমাবেশ করার অনুমতি পায়নি। ইতোমধ্যে ৯ ডিসেম্বর সমাবেশের ঘোষণা দিলো ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
বিএনপির সমাবেশের বিষয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার বলেন, আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ রাজধানীর নয়াপল্টনেই হবে। সেখান থেকে সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলন শুরু হবে।