আর্কাইভ থেকে অপরাধ

ভৈরবে মাছ ব্যবসায়ীকে হত্যা

কিশোরগঞ্জের ভৈরবে প্রবাল হত্যাকান্ডের রেশ না কাটতেই দিনে দুপুরে এবার দূর্বৃত্তদের ছুরিকাঘাতে এক মাছ ব্যবসায়ী খুন হয়েছে। নিহতের নাম দিপু মিয়া। সে একই জেলার বাজিতপুর উপজেলার পৌর এলাকার বাসিন্দা ছিলেন।

বুধবার (৯ জুন) সকাল সাড়ে দশটার দিকে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা এলাকায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।

 

এদিকে, শহরের দুর্জয় মোড়ে কিশোর প্রবাল হত্যাকান্ডের মাত্র এক সপ্তাহ না ঘুরতেই দিনে দুপুরে আরেক হত্যাকান্ডের ঘটনায় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

 

জানাগেছে, নিত্যদিনের মতো আজও ভোরে বাজিতপুর থেকে আশুগঞ্জের আলাল শাহ মৎস আড়তে মাছ বিক্রি করতে আসেন নিহত দিপু। আড়তে মাছ বিক্রি শেষে সৈয়দ নজরুল ইসলাম সেতু দিয়ে হেঁটে ভৈরবে আসার পথে টোল প্লাজা এলাকায় দূর্বৃত্তদের কবলে পড়েন।

এসময়, দূর্বৃত্তদের ছুরিকাঘাতে দিপু গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

তবে, নিহতের সঙ্গে থাকা মাছ বিক্রির নগদ ৫০ হাজার টাকা এবং দামী মোবইল ফোন পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।   

এ সম্পর্কিত আরও পড়ুন