আর্কাইভ থেকে বাংলাদেশ

বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি এশিয়ার সব দেশকে ছাড়িয়ে যাবে

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আগামী ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি এশিয়ার সব দেশকে ছাড়িয়ে যাবে।  সাত দশমিক দুই শতাংশ জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জিত হবে।  বাংলাদেশের জিডিপি পাঁচ দশমিক এক শতাংশ হবে বিশ্বব্যাংকের এমন পূর্বাভাসকে উড়িয়ে দিয়ে তিনি একথা বলেন। বিশ্বব্যাংকের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস প্রতিবেদনে এই পূর্বাভাস দেওয়া  হয়েছিলো।

দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মন্ত্রী আরো বলেন, বাংলাদেশ সম্পর্কে বিশ্বব্যাংকের পূর্বাভাস কখনোই সঠিক হয় না। এসময় মন্ত্রী আরো জানান, প্রস্তাবিত বাজেট শুধু ধনী নয়, নিম্নবিত্তদেরও আর্থিক উন্নয়ন বিবেচিত হয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন