বাংলাদেশে সহ-অভিনেতা নোরা ফাতেহির চুল টেনে ধরেছিল
নোরা ফাতেহি সম্প্রতি সময়ে বেশ আলোচনায় রয়েছেন। বিশ্বকাপে গানে নাচের জন্য খ্যাতি পেয়েছেন। বাংলাদেশেও একটি অনুষ্ঠানে অংশ নিয়ে এ দেশে পরিচিতি লাভ করেন।
ক্যারিয়ারের প্রথম ছবিতে বাংলাদেশে শুটিং করার সময় এক সহ-অভিনেতাকে চড় মেরেছিলেন বলে জানালেন বলিউড সেনসেশন নোরা ফাতেহি।
সম্প্রতি এক টেলিভিশন শো’তে হাজির হয়েছিলেন নোরা। সেখানে তিনি বলেন, ‘একবার বাংলাদেশে শুটিং করার সময় এক অভিনেতা খারাপ আচরণ করেছিল আমার সঙ্গে। আমি তাকে চড় মারি এবং সে আমাকে পাল্টা চড় মারে। পরে ওই সহ-অভিনেতা আমার চুল টেনে ধরেছিল। তারপর আমাদের বিশাল যুদ্ধ বেঁধে গেল। পরিচালক এসে তা থামায়।’
যদিও কার সঙ্গে সেই ঝগড়া বেঁধেছিল, তিনি বাংলাদেশি না ভারতীয়, তা নোরা প্রকাশ করেননি। আইটেম গানের শিল্পী হিসেবে নোরা বলিউডের বেশ কিছু ছবিতে নজর কেড়েছেন। হিন্দির পাশাপাশি দক্ষিণ ভারতের ছবিতেও নোরাকে দেখা যাচ্ছে।
মরোক্কোর বংশোদ্ভূত নোরার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। ছোটবেলায় তিনি শাহরুখ খান ও হৃত্বিক রোশনের ভক্ত ছিলেন। তাদের অভিনীত সিনেমা দেখে বড় হয়েছেন নোরা। সেই থেকে স্বপ্ন, বলিউডে কাজ করবেন। কিন্তু রক্ষণশীল পরিবারে সেটা ছিল অসম্ভব। পরে বলিউডে নাম লেখানোর স্বপ্ন নিয়ে ভারতে যান নোরা।