‘রাজনীতি করতে চাই না, রাজনীতিবীদদের সহযোগিতা চাই’
নির্বাচন কমিশন (ইসি) যেকোনো কারণেই হোক, আমাদের বিদ্যমান ব্যবস্থায় সরকার মানে আওয়ামী লীগ নয়। সরকারের একটা ভিন্ন সত্ত্বা আছে। তার যে মিনিস্ট্রিগুলো আছে, ডিপার্টমেন্টগুলো আছে তাদের আমাদের সহযোগিতা করতে হবে। তাদের থেকে যদি সদিচ্ছাভিত্তিক সহযোগিতা না থাকে তাহলে নির্বাচনকে একটা কাঙ্ক্ষিত মাত্রায় সফল করা সম্ভব হবে না। বললেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
সিইসি বলেন, রাজনৈতিক দলের বড় নেতারা বলছেন, ডায়ালগ খুব জরুরি। আমরা যেটা দেখছি ডায়ালগটা একবারেই হচ্ছে না ।
কাজী হাবিবুল আউয়াল বলেন, আমরা রাজনীতি করতে চাই না। কিন্তু রাজনীতিবীদদের থেকে সহযোগীতা চাই।
তিনি আরও বলেন, রাজনৈতিক নেতাদের ঐক্যমত প্রয়োজন। তাহলে নির্বাচন স্বচ্ছ ও সফল হবে। এতে সবার কাছে নির্বাচন গ্রহণযোগ্য হবে। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।