আর্কাইভ থেকে ফুটবল

মুখে লাথি মেরে লাল কার্ড দেখলেন ওয়েলসের গোলরক্ষক

কাতার বিশ্বকাপের প্রথম লালকার্ড পেলেন ওয়েলস ফুটবল দলের গোলরক্ষক ওয়েন হেনেসি। এটি চলতি বিশ্বকাপে প্রথম লাল কার্ড।

ইরানের বিপক্ষে ম্যাচে আজ শুক্রবার (২৫ নভেম্বর) বল ঠেকাতে গিয়ে প্রতিপক্ষের এক ফুটবলারের মুখ বরাবর লাথি মেরে বসেন হেনেসি। ম্যাচের ৮৬ মিনিটের মাথায় নিজের সীমানা থেকে বেরিয়ে এসে নিয়মবহির্ভূতভাবে ইরানের এক খেলোয়াড়কে আঘাত করেন।

রেফারি প্রথমে তাকে হলুদ কার্ড দেখান। পরে ভিএআর দেখে সিদ্ধান্ত দেন লাল কার্ডের।

ফুটবল বিশ্বকাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল ইরান এবং ওয়েলস। তবে ম্যাচের মূল সময়ে কোনো দলই পারেনি গোল করতে। যে কারণে ম্যাচের অতিরিক্ত সময়ের দুই গোলে জয় পায় ইরান। ফলে ম্যাচ হেরেই প্যাভিলিয়নে ফিরতে হয়েছে তারকা ফুটবলার গ্যারেথ বেলের দলকে।

এ সম্পর্কিত আরও পড়ুন