আর্কাইভ থেকে ফুটবল

বেলজিয়ামকে হারিয়ে আরেক চমক মরক্কোর

ফিফা কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলায় তিবো করতোয়ার বেলজিয়ামকে ২-০ গোলে পরাজিত করছে মরক্কো। খেলার ৭৩ মিনিটের মাথায় অসাধারণ এক ফ্রী কিকের মাধ্যমে নিজেদের এগিয়ে নিয়ে যান বদলি হিসেবে খেলতে নামা আব্দুল হামিদ আলসেবিরি। নির্দিষ্ট টাইম শেষে অতিরিক্ত মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন আরেক বদলি খেলোয়াড় জাকারিয়া আবুখালিল।

গোল করার পর কৃতজ্ঞতা জানাতে ভুলেনি তারা। সিজদায় লুটিয়ে পড়েন টিম মরক্কোর খেলোয়াড়রা।

এর আগে প্রথমার্ধের নির্দিষ্ট সময় শেষে অতিরিক্ত সময়ে হাকিম জিয়েস বেলজিয়ামের জালে একটি গোল দিলেও ভিএআর চেকের মাধ্যমে অফসাইডে বাতিল হয় গোলটি।

বল দখলের লড়াইয়ে বেলজিয়াম এগিয়ে থাকলেও মরক্কোর বিপক্ষে কার্যকর কোন আক্রমণ দেখা যায়নি লুকাকু, হ্যাজারডদের কাছ থেকে। ফলে ২-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

‘এফ গ্রুপে’ পয়েন্ট তালিকায় দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এগিয়ে মরক্কো। বেলজিয়াম দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। ক্রোয়েশিয়ার রয়েছে ১ পয়েন্ট এক খেলায়। কানাডা এক ম্যাচ খেলেছে তবে কোন পয়েন্ট নেই তাদের।

কাতার বিশ্বকাপ যেন একের পর এক বিস্ময়ের পসরা সাজিয়ে বসেছে। সৌদি আরবের কাছে হেরে যায় আর্জেন্টিনা, জাপান হারিয়ে দেয় জার্মানিকে। আবার সেই জাপানকে ১-০ গোলে হারিয়ে দেয় স্পেনের কাছে ৭ গোল হজম করা কোস্টারিকা। কাতার বিশ্বকাপে এবার চমক দেখালো আফ্রিকান দেশ মরক্কো। ফিফা র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে থাকা বেলজিয়ামকে তারা হারিয়ে দিয়েছে ২-০ গোলের ব্যবধানে।

প্রথম ম্যাচে গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়াকে গোলশূন্য রুখে দিয়ে মরক্কো আভাস দিয়েছিল তারা কাতার বিশ্বকাপে অনেকদূর যাবে। দ্বিতীয় ম্যাচে ইউরোপের শক্তিশালী বেলজিয়ামকে হারিয়ে সেটাই প্রমাণ করেছে আফ্রিকার অদম্য দেশটি।

এ সম্পর্কিত আরও পড়ুন