আর্কাইভ থেকে করোনা ভাইরাস

ঢাকার বাইরে করোনা হাসপাতালে ঠাঁই নেই

ঢাকার বাইরে করোনা হাসপাতালে সামাল দেয়া যাচ্ছে না রোগীর চাপ। ধারণক্ষমতার অতিরিক্ত রোগী তো আছেনই। মেঝেতেও পাতা হয়েছে বিছানা। তারপরও আসছেন নতুন করোনা রোগী। তাই খুলনায় মেডিকেলে আপাতত ভর্তিই বন্ধ করা হয়েছে। সংকট আছে আনুষঙ্গিক সরঞ্জামের। রাজশাহীতে প্রতিদিনই বাড়ছে প্রাণহানি।
 
দক্ষিণ-পশ্চিমের বিভাগ খুলনা যেন এখন করোনার হটস্পট। প্রতিনিয়ত বাড়ছে সংক্রমণ। চাপ বাড়ছে হাসপাতালেও। তবে বিভাগীয় শহর বাদে অন্য কোথাও নেই ডেডিকেটেড হাসপাতাল। জেলায় ওয়ার্ড কিংবা করোনা ইউনিটে নামমাত্র চিকিৎসা চলায় বেশিরভাগ রোগী আসেন খুলনার করোনা হাসপাতালে।

তবে এখানেও দেখা দিয়েছে সংকট। চাপ বাড়ায় বৃহস্পতিবার সকাল থেকে বন্ধ করা হয় রোগী ভর্তি। একশো শয্যার হাসপাতালে সেবা নিচ্ছেন ১৩০ জন। বেড বাড়ানোর কথা থাকলেও তাতে অগ্রগতি নেই।

উত্তর-পশ্চিমের বিভাগ রাজশাহীতে সংক্রমণ বাড়লেও বগুড়া ছাড়া কোথাও নেই ডেডিকেটেড হাসপাতাল। চিকিৎসা চলে করোনা ওয়ার্ড কিংবা ইউনিটে। রাজশাহী মেডিকেলে বেড ও রোগীর চাপ সমান। আরও দুটি হাসপাতাল প্রস্তুতের কাজ চলছে বলে জানান সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

এছাড়া বিভিন্ন স্থানে চলা লকডাউন ও বিধিনিষেধ মানছেন না বেশিরভাগ মানুষ। ফলে বাড়ছে ঝুঁকি; বাড়ছে উদ্বেগ।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন