আর্কাইভ থেকে ফুটবল

আজ মাঠে নামছে ব্রাজিল, নেই নির্ভরযোগ্য ৩ খেলোয়াড়

হেক্সা মিশন নিয়ে আজ সোমবার ( ২৮ নভেম্বর) ফিফা কাতার বিশ্বকাপ ২০২২ এর নবম দিনে নিজেদের দ্বিতীয় খেলায় সুইজারল্যান্ড এর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। দলের নির্ভরযোগ্য তিন খেলোয়াড়কে ছাড়াই আজ মাঠে নামতে হচ্ছে ব্রাজিলকে। এ অস্বস্তি মাথায় নিয়ে ব্রাজিলিয়ানরা নামছে সুইস-পরীক্ষায়।

এর আগে নিজেদের প্রথম খেলায় আরেক ইউরোপিয়ান দল সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজেই আছে তিতে বাহিনী। যদিও আজকের খেলায় তিতেকে মাঠে নামতে হবে দলের প্রাণ ভোমর নেইমারকে ছাড়াই। সুইসরাও নিজেদের প্রথম খেলায় ক্যামেরুনের সাথে জিতেছে ১-০ গোলে।

এখন পর্যন্ত দুই দলের দেখা হয়েছে মোট ৯ বার। যার মধ্যে ব্রাজিল জিতেছে মোট ৩ টি, হেরেছে ২ টি এবং  ড্র হয়েছে মোট ৪ টি ম্যাচ। বিশ্বকাপে দুই দলের এখন পর্যন্ত দেখা হয়েছে মোট দুইবার। দুই বারের দেখায় এখন পর্যন্ত জয় অর্জন করতে পারেনি কোনও দল। ১৯৫০ এর বিশ্বকাপের প্রথম দেখা হয় দল দুইটির এবং সবশেষ দেখা হয় ২০১৮ সালের বিশ্বকাপে।

গুগোল বিশ্লেষণ অনুযায়ী শাকিরি দের থেকে এগিয়ে আছে ভিনিসিয়াস, রিচারলিসনরা। তাদের প্রেডিকশন অনুযায়ী ব্রাজিলের এই খেলায় জয়ের সম্ভাবনা ৬৫ শতাংশ। আপরদিকে সুইসদের সম্ভাবনা মাত্র ১৪ শতাংশ আর খেলাটি ড্র হবার সম্ভাবনা দেখছে ২১ শতাংশ।

আজকের শুধু নেইমার নয়, সার্বিয়া ম্যাচের পরই জানা গিয়েছিল সুইজারল্যান্ডের বিপক্ষে দলের নির্ভরযোগ্য রাইট ব্যাক দানিলোকেও পাবে না দল। কারণ সেই গোড়ালির চোট।

সুইসদের বিপক্ষে মাঠে নামার আগে ব্রাজিল শিবিরের দুশ্চিন্তা মনে হচ্ছে আরও বাড়বে। ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার লুকাস পাকুয়েতা। সংবাদ সংস্থা রয়টার্সের খবর, শনিবার পাকুয়েতা ভালো করে অনুশীলন করতে পারেননি। সামান্য অস্বস্তি রয়েছে।

এত সব অস্বস্তি মাথায় নিয়ে ব্রাজিলিয়ানরা নামছে সুইস-পরীক্ষায়। যাদের সঙ্গে হেড টু হেড রেকর্ডও দাপুটে নয়।

এছাড়া আজ (সোমবার) ‘জি’ গ্রুপের অপর ম্যাচে মাঠে নামবে ক্যামেরুন বনাম সার্বিয়া।

 

এ সম্পর্কিত আরও পড়ুন