আর্কাইভ থেকে ফুটবল

যেমন হতে পারে ব্রাজিলের স্কোয়াড

হেক্সামিশনে জয় দিয়ে প্রথম ম্যাচ শুরু করলেও আজ নেইমার বিহীন সুইসদের মুখোমুখি হবে ব্রাজিল। দলের নিউক্লিয়াস নেইমারের সাথে ইঞ্জুরিতে আছেন দলের আরেক ডিফেন্ডার ফুলব্যাক দানিলো। দলের অন্যতম এই দুই খেলোয়াড় না থাকায় সুইসদের বিপক্ষে নতুন করে দল সাজাতে হবে তাকে।

সার্বিয়ার বিপক্ষে কোচ তিতে ব্রাজিলকে খেলিয়েছিলেন ৪-২-৩-১ ফর্মেশনে। যেখানে নেইমার খেলেছেন সেন্টার ফরোয়ার্ড পজিশনের একটু নিচে। দুই উইঙ্গার রাফিনহা এবং ভিনিসিয়াসের মাঝামাঝি জায়গায়। কিন্তু সুইসদের সাথে নেইমার নেই। তাই কোচ তিতেকে পরিবর্তন আনতে হতে পারে ফর্মেশনে। ব্রাজিলের বিভিন্ন গণমাধ্যমের সূত্র মতে তিতে খেলাতে পারেন ৪-৩-৩ ফর্মেশনে।

নেইমারের জায়গায় আসতে পারে ফ্রেড এবং আগের ম্যাচে কিছুটা নিচে নেমে খেলা পাকেতাকে উপরে উঠিয়ে খেলাতে পারেন কোচ তিতে। ফুলব্যাকে দানিলোর অনুপস্থিতিতে তার জায়গায় খেলতে পারেন রিয়েল মাদ্রিদের হয়ে খেলা সেন্টার ব্যাক এদার মিলিতাও। তাছাড়া বাকি সব পজিশন আগের দিনের মতোই থাকতে পারে অপরিবর্তিত।

এ সম্পর্কিত আরও পড়ুন