আর্কাইভ থেকে ফুটবল

ব্রাজিলকে চূর্ণবিচূর্ণ করে দেয়ার হুঙ্কার শাকার

বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত সুইসদের সাথে জয়ের দেখা পায়নি ব্রাজিল। সবশেষ বিশ্বকাপেও দেখা হয়েছিল দল দুইটির। সেই খেলায়ও ১-১ ড্র করে সেলেসাওরা। এবার হট ফেবারিট ব্রাজিল পারবে কি সেই আক্ষেপ ঘুচাতে?

এমন সময় ব্রাজিলকে হুঙ্কার দিলেন আর্সেনালের হয়ে খেলা সুইস মিডফিল্ডার গ্র্যানিট শাকা। জানিয়ে দিলেন ব্রাজিলকে সহজে জয় পেতে দেবে না। আর রক্ষণভাগে চাপ দিতে আসলে ব্রাজিলকে চূর্ণবিচূর্ণ করে দেবে বলেও হুঙ্কার দিয়ে রাখলেন শাকা।

২০১৮ বিশ্বকাপেও শাকা খেলতেন আর্সেনালের হয়ে। কিন্তু সেইবার কোন ব্রাজিলিয়ান সতীর্থ ছিলোনা আর্সেনালে । এবার জেসুস ও মারটিনাল্লি আছেন তার দলে। কিন্তু জাতীয় দলের হয়ে এই দুই সতীর্থের সাথে বন্ধুত্বের কথা তিনি ভুলে যাবেন বলে সাফ জানিয়ে দিলেন।

৩০ বছর বয়সী এই সুইস মিডফিল্ডার বলেন, তোমরা যদি আমাদের গোলকিপারের সঙ্গে লড়াই করতে যাও, আমি তোমাদের চূর্ণবিচূর্ণ করে দেব। ওরা কিছুটা ভয়ও পেয়েছে। জানে, আমি ভাঙচুর চালালে সেটা খুব কঠিন কিছুই হয়। আমরা এক দলে খেলি এটা বিশ্বকাপে কোনো বড় বিষয় নয়। এটা বিশ্বকাপ। সে তার দেশের জন্য খেলবে, আমি আমার দেশের জন্য খেলব। সবাই জিততে চায়।

এ সম্পর্কিত আরও পড়ুন