আর্কাইভ থেকে করোনা ভাইরাস

জি-সেভেন ১শ' কোটি ডোজ টিকা সহায়তার ঘোষণা দিতে পারে

বিশ্বের গরিব দেশগুলোতে করোনার টিকা প্রয়োগের গতি আনতে ১শ' কোটি ডোজ টিকা সহায়তার ঘোষণা দিতে পারে জি-সেভেন জোট। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, ১শ' কোটি ডোজ টিকার মধ্যে স্বল্পোন্নত দেশগুলোতে ৫০ কোটি করোনা টিকা দেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ব্রিটেনে জি-সেভেন বৈঠক শুরুর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেন তিনি।

আর ব্রিটেন দেবে ১০ কোটি ডোজ টিকা। এছাড়াও তিন কোটি ডোজ করে টিকা সহায়তার আশ্বাস দিয়েছে ফ্রান্স ও জার্মানি। কোভ্যাক্স কর্মসূচির মাধ্যমে ৮০ শতাংশ টিকাই বিতরণ করবে দেশগুলো।

আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট জি-সেভেনের সম্মেলন। এবারের সম্মেলন হচ্ছে ব্রিটেনের কর্নওয়ালে। ইতোমধ্যে দেশটিতে পৌঁছে গেছে সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানরা।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন