ইউক্রেনের জন্য ন্যাটোর দরজা খোলা: স্টলটেনবার্গ
ন্যাটোর দরজা খোলা। ন্যাটোভুক্ত হতে বাধা দিতে রাশিয়ার কোনো ভেটো দেয়ার ক্ষমতা নেই। ন্যাটো সদস্য হিসেবে একদিন আবারও যোগ দেবে ইউক্রেন। বললেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ।
মঙ্গলবার (২৯ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। যুদ্ধে ইউক্রেনকে সহায়তা বাড়ানোর বিষয়ে রোমানিয়ায় বৈঠক করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও ন্যাটো সদস্যভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। সেখানেই স্টলটেনবার্গ ইউক্রেনকে ন্যাটোর সদস্য করার কথা পুনর্ব্যক্ত করেন।
নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেনের পাশে আছি আমরা। ইউক্রেনকে সমর্থন জানাতে আমরা পিছপা হব না।
এবারের শীতে কিয়েভকে আরও বেশি সহায়তার জন্য ন্যাটো দেশগুলোকে আহ্বান জানান তিনি। বুখারেস্টে অনুষ্ঠিত বৈঠকে ইউক্রেনকে সামরিক ও মানবিক সহায়তা জোরদার করার বিষয়ে আলোচনা করছেন নেতারা।
স্টলটেনবার্গ বলেন, যতদিন লাগবে তত দিন ইউক্রেনকে সহায়তা করা হবে। আমরা সরে আসব না। ইউক্রেনকে সহায়তার মূল লক্ষ্য হচ্ছে পুতিন যেন জিততে না পারেন।