চুরি হওয়া পাঁচ মাসের সেই শিশু উদ্ধার
সাভার থেকে চুরি হওয়া পাঁচ মাস বয়সী শিশুকে চার দিন পর উদ্ধার করা হয়েছে।
বুধবার (৩০ নভেম্বর) সকালে সাভার মডেল থানা পুলিশ সিলেট থেকে শিশুকে উদ্ধার করে। এ তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা।
তিনি জানান, এক আসামি তারমিম পলাতক, অপর দুই আসামিকে তিন দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রেপ্তার শারমিন আরা ও আবদুল্লাহ রাজশাহী জেলার বাসিন্দা।
উল্লেখ্য, মামলার এজাহার সূত্রে জানা যায়, পৌরসভার বিনোদবাইদ এলাকার নূর নাহার চৌধুরীর ভাড়া বাসা থেকে চাকরি করেন মোন্নাফ খান ও নাজমা দম্পতি। গত ২৭ নভেম্বর ভোরে পাঁচ মাস বয়সী শিশু সন্তানকে প্রতিদিনের মতো তার নানি জামেনা খাতুনের কাছে রেখে তারা কর্মস্থলে যান। দুপুর পৌনে ১২টার দিকে ওই শিশুকে পাশের কক্ষের ভাড়াটিয়া তারমিম আক্তার মিমের কাছে রেখে কাপড় ধুতে যায় তার নানি। এই সুযোগে প্রতিবেশী তারমিম আক্তার শিশুটিকে নিয়ে পালিয়ে যায়।