পাকিস্তানে পুলিশের গাড়িতে বোমা হামলা, নিহত ৩
পাকিস্তানের পশ্চিমাঞ্চলে আত্মঘাতী বোমা হামলায় তিনজন নিহত ও ২৩ জন আহত হয়েছে। পুলিশের একটি ট্রাক লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
সিনিয়র পুলিশ কর্মকর্তা আজহার মেহাসার এএফপি’কে বলেন, কোয়েটা নগরীতে পোলিও টিকাদানকারীদের নিরাপত্তা দেয়ার প্রস্তুত পুলিশের একটি দলকে লক্ষ্য করে এ বিস্ফোরণ ঘটানো হয় এবং এতে ওই তিনজন নিহত হয়। তাদের একজন পুলিশ, একজন নারী ও আরেকজন শিশু।
পাকিস্তান তালেবান এ হামলার দায় স্বীকার করেছে।
তিনি বলেন, বুলেলি জেলায় বিস্ফোরণের ওই ঘটনায় কমপক্ষে ২৩ জন আহত হয়েছেন; যাদের ২০ জনই পুলিশ সদস্য।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী আব্দুল কুদ্দুস বিজেনজো পুলিশের গাড়িতে হামলার এই ঘটনায় নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে তিনি কাপুরুষোচিত এই হামলার পাল্টা জবাব দেয়া হবে। এই হামলার সঙ্গে জড়িত ও তাদের সহযোগীদের আইনের আওতায় আনা হবে।
এর আগে, সোমবার শান্তি চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর পাকিস্তানজুড়ে হামলা চালাতে সদস্যদের প্রতি আহ্বান জানায় টিটিপি।