আর্কাইভ থেকে ফুটবল

দিবালা খেলছেন না আজও, কী হবে আর্জেন্টিনার

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা দলের ভাগ্যটা শুরুতে ভালো ছিলো না। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে হতাশায় পড়ে মেসির দল। যদিও পরের ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে তারা। ফাইনালের অনেক আগেই আরেক ফাইনালে আজ বুধবার দিবাগত রাত ১টায় মাঠে নামছে লিওনেল মেসির দল। যেখানে জয় ছাড়া বিকল্প নেই।

কিন্তু গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে দলটির তারকা ফুটবলার পাওলো দিবালাকে মাঠে দেখা যায়নি। বিশ্বকাপের আগে উরুতে চোট পেয়েছিলেন আর্জেন্টাইন ফরওয়ার্ড পাওলো দিবালা। শঙ্কা জেগেছিল কাতার বিশ্বকাপে খেলা নিয়ে।

তাতে ভক্তদের মনে প্রশ্ন জেগেছে— তবে কী ইনজুরি কাটিয়ে এখনো পুরোপুরি সুস্থ নন দিবালা? পোল্যান্ড ম্যাচের আগে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি।

কোচ স্কালোনি সরাসরিই বলেই দিলেন কৌশলগত কারণে দলে জায়গা পাচ্ছেন না দিবালা।

স্ক্যালোনি বলেন, অন্য সতীর্থদের মতো সেও খেলতে চায়। এখন আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেব, আমরা দেখব যে পরবর্তী ম্যাচে কী হয়।

‘সি’ গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সমীকরণে টিকে আছে চার দলই। তবে সরাসরি জয় পেলে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হবে আর্জেন্টিনার। পোল্যান্ডের বিপক্ষে আলবিসেলেস্তারা যখন লড়বেন, তখন গ্রুপের আরেক প্রস্থ হিসাব চলবে লুসাইল স্টেডিয়ামে। যেখানে মেক্সিকো আর সৌদি আরব চাইবে দ্বিতীয় রাউন্ডের ঠিকানা খুঁজে পেতে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন