আর্কাইভ থেকে অপরাধ

করোনার জাল সনদ বিক্রি, রিমান্ড শেষে কারাগারে ৪

ভুয়া চিকিৎসক সেজে করোনার জাল সনদ বিক্রির অভিযোগে রাজধানীর তেজগাঁও থেকে গ্রেপ্তারকৃতদের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার দুই দিনের রিমান্ড শেষে তাদরেকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

কারাগারে যাওয়া আসামিরা হলেন, দীপক চন্দ্র বৈদ্য, ইলিয়াস,জাকির হোসেন ও নুরনবী।

গত ৮ জুন আসামিদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আসামিরা ভুয়া চিকিৎসক সেজে করোনার জাল সনদ তৈরি করে বিদেশগামী যাত্রীদের কাছে তা বিক্রি করে টাকা আত্মসাৎ করতো।

এ অভিযোগে গত ৮ জুন বিজয় স্বরণীর ‘সিএসবিএফ হেলথ সেন্টারের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন