আর্কাইভ থেকে দেশজুড়ে

সাভারে অজ্ঞাত দুই যুবককে কুপিয়ে হত্যা

সাভারে অজ্ঞাত দুই যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১১ জুন) ভোরে হারুলিয়া এলাকা থেকে অজ্ঞাত ঐ দুই যুবকের মরহদেহ উদ্ধার হয়। পুলিশ জানায়, তাদেরকে কী কারণে হত্যা করা হয়েছে সে বিষয়ে নির্দিষ্ট কোন তথ্য মেলেনি।

একসাথে দুটি মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এ নিয়ে গত পাঁচ দিনে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে পাঁচজনের মরদেহ উদ্ধার হলো।
 
এদিকে, নাটোরের বড়াইগ্রামে গৃহবধূকে হত্যার রহস্য উদঘাটন হয়েছে। পরকীয়ার প্রতিশোধ নিতে তাকে হত্যার বিষয়টি স্বীকার করেছে প্রতিবেশী মতিউর রহমান।

গত পাঁচ দিনে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে পাঁচজনের লাশ উদ্ধার করে পুলিশ। পাঁচজনের মধ্যে তিনজনই হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া অপর দুজন আত্মহত্যা করেছিলেন বলে ধারণা করা হচ্ছে।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন