আর্কাইভ থেকে দেশজুড়ে

১৫ ঘণ্টা পর হিন্দু ব্যক্তির মরদেহ সৎকার করলেন মুসলিমরা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গৌরিপুর গ্রামের বিধান চন্দ্র মণ্ডল (৩৭) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিলেন। তার দেহ সৎকারের জন্য স্ত্রী ছাড়া কেউই এগিয়ে আসেনি। ১৫ ঘণ্টা পড়ে থাকার পর অবশেষে স্থানীয় সংগঠন ‘সিডিও ইয়ুথ টিমের’ মুসলিম যুবকরা তার মরদেহ সৎকারের ব্যবস্থা করে।

শুক্রবার (১১ জুন) মরদেহটি সৎকার করা হয়। 

গত বৃহস্পতিবার (১০ জুন) করোনা আক্রান্তের পর নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিধান চন্দ্র মণ্ডল। এই ঘটনাকে স্থানীয়রা সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

এ বিষয়ে সিডিও-এর প্রতিষ্ঠাতা পরিচালক গাজী আল ইমরান জানান, শুক্রবার সকালে আমাকে ফোনে জানানো হয় বিধান চন্দ্র মণ্ডল বৃহস্পতিবার বিকেলে মারা গেলেও তার সৎকার হয়নি। পরে সংগঠনের কয়েকজন সদস্যকে নিয়ে আমি সেখানে যাই। গিয়ে দেখি বিধানের বাড়িতে তার স্ত্রী ছাড়া আর কেউ নেই। তিনি যেখানে মারা গিয়েছিলেন মৃতদেহটি সেখানেই পড়ে ছিল। পরে স্থানীয় হিন্দু ধর্মীয় নেতাদের সঙ্গে পরামর্শ করে বাড়ির পাশে একটি স্থানে তার মৃতদেহটি সমাহিত করা হয়।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন