আর্কাইভ থেকে ফুটবল

ইউরোর স্পটলাইট থাকবে যাদের ওপর

ইউরো মানেই যেন তারকাদের দ্যুতি ছড়ানোর মঞ্চ। তেমনি নতুন কোন তারকার উত্থান। এবারও যেমন আলো ছড়াতে পারেন রোনালদো, এমবাপ্পে, গ্যারেথ বেলের মতো পরীক্ষিতরা। তেমনি চোখ থাকবে গ্রিনউড, মাউন্ট, পেদ্রির মতো নবীনরা। জেনে নিবো এবারের ইউরোয় কাদের উপর থাকছে লাইমলাইটটা।
 
ক্রিস্তিয়ানো রোনালদো
ক্লাব কিংবা জাতীয় দল। উপলক্ষ্য যাই হোক। বরাবরই স্পটলাইটে ক্রিস্তিয়ানো রোনালদো। তবে শুধু নামের ভারেই নয়, বুড়ো বয়সের পারফরমেন্সেও এখনও যে কারও বাজির ঘোড়া হতে পারেন সিআরসেভেন। 

যৌথভাবে ইউরোর সর্বোচ্চ গোলের রেকর্ডটা এককভাবে করে নিতে আর মাত্র একবার বল জালে জড়ানোর অপেক্ষা পর্তুগীজ অধিনায়কের। গেলো আসরের ফর্ম ধরে রাখতে পারলে ভেঙে দিতে পারেন জাতীয় দলের জার্সিতে ইরানের আলী দাঈর সর্বোচ্চ গোলের রেকর্ডও।

রবার্ট লেভানডভস্কি
ইউরো মাতাতে প্রস্তুত রবার্ট লেভানডভস্কিও। ছোট দলের বড় স্বপ্নের সারথী এই গোল মেশিন। বায়ার্নের জার্সিতে স্বপ্নের মতো মৌসুম কাটানো নাম্বার নাইনের উপর থাকবে স্পটলাইট।

কিলিয়ান এমবাপ্পে
বয়স ২২ হলেও দায়িত্ব কম নয় কিলিয়ান এমবাপ্পের। তবে বড় মঞ্চে জ্বলে উঠার প্রমাণ দিয়েছিলেন সেই রাশিয়া বিশ্বকাপেই। সবশেষ মৌসুমে পিএসজির জার্সিতেও ছিলেন উড়ন্ত ফর্মে। ফরাসিদের তৃতীয় ইউরো স্বপ্নের বড় কারিগর হওয়ার সব প্রস্তুতি সেরে রেখেছেন এই স্পিডস্টার।

লুকা মদ্রিচ
অবশ্য পরিসংখ্যান দিয়ে বোঝানো যাবেনা লুকা মদ্রিচের মুন্সিয়ানা। ক্রোয়াটদের বিশ্বকাপ ফাইনালে তোলার কারিগরের উপর এবারের দায়িত্ব মহাদেশীয় শ্রেষ্ঠত্ব অর্জন। এই মিডফিল্ডারে মধ্যমাঠের দখল হারাতে পারে যে কোন প্রতিপক্ষ।

থমাস মুলার
একঝাঁক উঠতি ফুটবলারের স্কোয়াড হলেও জার্মানির সাফল্যের নেপথ্যে নায়ক হতে পারেন থমাস মুলার। যদিও এখনও টুর্নামেন্টে গোলের দেখা পাননি মিডফিল্ডার। তবে বিশ্বকাপে দশ গোল করা মুলারেই নজর রাখবেন প্রতিপক্ষ কোচেরা।

হ্যারি কেইন
টুর্নামেন্টে অন্যতম ফেভারিট ইংল্যান্ডের হ্যারি কেইনেও চোখ রাখতে হবে ফুটবল প্রেমিদের। শেষ হওয়া মৌসুমে স্পার্স জার্সিতে যেমন গোল করেছেন, তেমনি, করিয়েছেনও বেশ। এবার বিলেতে ইউরো ফিরবে কিনা? অজানা প্রশ্নের উত্তর নির্ভর করবে ইংলিশ অধিনায়কের পারফরমেন্সের উপর।

রোমেলো লুকাকু
এগারো বছরের খরা কাটিয়ে ইন্টারকে সিরি আ শিরোপা এনে দেয়ার অন্যতম নায়ক লুকাকুর এবারের মিশন ইউরো। হ্যাজার্ড, ডি ব্রুইনাদের সাথে বেলজিয়ামের স্বপ্ন সারথীও এই বিশালদেহী স্ট্রাইকার।

তবে পরিক্ষীতদের ভীড়ে আলো কেড়ে নিতে পারেন নবাগতরাও। ইংল্যান্ডের ট্রাম্প কার্ড হওয়ার সব উপাদনই আছে ম্যাসন মাউন্ট, গ্রিন উড রাশফোর্ডদের। স্পেনের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারে পেদ্রি আর ইতালির ৫৩ বছরের আক্ষেপ ঘোচানোর নায়ক হতে পারেন ফেদেরিকো শিয়েসা। ফ্রাঙ্কি ডি ইয়ং, জোয়াও ফেলিক্স কিংবা কাই হাভার্টজের মতো রাইজিং স্টাররাও প্রস্তুত ইউরোর মঞ্চ রাঙ্গাতে।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন