আর্কাইভ থেকে ফুটবল

ক্যামেরুনের বিপক্ষে ৭ পরিবর্তন আনছেন ব্রাজিল

বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে খেলা নিশ্চিত করেছে ব্রাজিল। শেষ ম্যাচে ক্যামেরুনের মোকাবিলা করবে তারা। এ খেলায় ন্যূনতম ড্র করলেই জি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে উঠবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

শুক্রবার (২ ডিসেম্বর) গ্রুপপর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের মোকাবিলা করবে ব্রাজিল।

শেষ ম্যাচে সাইড বেঞ্চ বাজিয়ে দেখবেন বলে জানিয়েছেন সেলেকাও কোচ তিতে। বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, প্রত্যেক পজিশনে পরিবর্তন আনতে চান কোচ । ক্যামেরুনের বিপক্ষে শুধু রিজার্ভ ফুটবলারদের খেলানোর পরিকল্পনা করছেন তিতে।

নিয়মিত গোলরক্ষক অ্যালিসন বেকারের স্থানে দেখা যেতে পারে এডারসনকে। রক্ষণ সামলাতে পারেন অভিজ্ঞ দানি আলভেজ। মিডফিল্ডে থাকতে পারেন ফাবিনহো। আক্রমণ শাণাতে দর্শন মিলতে পারে অ্যান্তনি ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে।

ব্রাজিলীয় স্কোয়াডের অন্তত ৭ খেলোয়াড় এখনও টুর্নামেন্টে খেলার স্বাদ পাননি। এবার ম্যাচে তাদের পুরো খেলার সময় দিতে পারেন সাম্বা কোচ।

তিতে বলেন, ব্রাজিলের ২৬ খেলোয়াড়ই দারুণ অবস্থানে আছে। সাধারণত, আমাদের দলটি অসাধারণ।

তিতের এ পরিবর্তনকে স্বাগত জানাচ্ছেন ফুটবল বোদ্ধারা। গত দুই ম্যাচে খেলা ফুটবলাররা ভালো বিশ্রাম পাবেন। তাতে পূর্ণশক্তির দল নিয়ে হেক্সা মিশনে ঝাঁপিয়ে পড়তে পারবেন তারা।

এ সম্পর্কিত আরও পড়ুন