আর্কাইভ থেকে ক্রিকেট

সাকিবকে ভিলেন বানানোর চেষ্টা চালাচ্ছে মিডিয়া: শিশির

বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না সাকিব আল হাসানের। কখনও গ্যালারির দর্শকের সঙ্গে, আবার কখনও মাঠের আম্পায়ারের সঙ্গে। টিভি ক্যামেরার সামনেও অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে একের পর এক বিতর্কে জড়িয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের (ডিপিএল) একটি ম্যাচে এমন কাণ্ড ঘটান তিনি।

শুক্রবার (১১ জুন) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের (ডিপিএল) ম্যাচে আবাহনী লিমিটেডের বিপক্ষে আবারও বিতর্কের জন্ম দেন মোহামেডানের সাকিব। ম্যাচের দ্বিতীয় ইনিংসে আবাহনীর অধিনায়ক মুশফিকুর রহিমের বিরুদ্ধে এলবিডব্লুর আবেদন করেন সাকিব। কিন্তু আম্পায়ার ইমরান পারভেজ সেই আবেদনে সাড়া না দেয়ায় মেজাজ হারিয়ে ফেলেন এই স্পিনার। আম্পায়ারের সঙ্গে তর্কের এক পর্যায়ে লাথি মেরে স্টাম্প ভেঙে ফেলেন সাকিব।

আম্পায়ারের সঙ্গে অশোভন আচরণের পরে ডাগআউটে আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজনের সঙ্গেও বাকবিতণ্ডায় জড়িয়েছিলেন এই অলরাউন্ডার। ইন্টারনেটের বদৌলতে মুহূর্তেই সবার কাছে পৌঁছে যায় এ খবর। সাকিবের পক্ষে-বিপক্ষে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। বিষয়টি অনুধাবন করেন সাকিব। তাই অনুতপ্ত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে ভক্ত সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নেন মোহামেডানের এই ক্রিকেটার। অবশ্য ম্যাচ রেফারির রিপোর্ট অনুসারে এই অলরাউন্ডারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে বিসিবি।

তবে মাঠে এবং মাঠের বাইরে যত বিতর্কিত ঘটনাই ঘটান না কেন, সব সময় সাকিবের পাশে থাকেন প্রিয়তমা স্ত্রী উম্মে আহমেদ শিশির। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। এবারও সাকিবের পাশে আছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শিশির লিখেছেন, ‘মিডিয়া আসল ঘটনা চাপা দিয়ে বরাবরের মতোই সাকিবকে ভিলেন বানানোর চেষ্টা চালাচ্ছে।’ 

শিশির লেখেন, ‘এই ঘটনা মিডিয়ার মতো আমিও উপভোগ করছি। অবশেষে টিভিতে খবর আসছে। কিছু মানুষের আচরণ দেখে খুবই ভালো লাগছে যে, তারা আজকের ঘটনার পরিষ্কার মর্মার্থ দেখতে পাচ্ছেন। তারা বুঝতে পারছেন অন্ততপক্ষে একজনের সাহস আছে সকল প্রতিকূলতার বিপক্ষে দাঁড়ানোর।’

সাকিবকে ভিলেন বানানো হচ্ছে উল্লেখ করে শিশির আরও লেখেন, ‘মূল বিষয়টা ছাপিয়ে মিডিয়া তার রাগ দেখানোর ব্যাপারটা যেভাবে তুলে ধরছে, সেটা খুবই দুঃখজনক। মূল বিষয়টা হচ্ছে আম্পায়ারদের ক্রমাগত দৃষ্টিকটু সিদ্ধান্ত নিয়ে যাওয়া। যেসব শিরোনাম দেয়া হচ্ছে, সেটা সত্যিই দুঃখজনক। আমার মতে এটা তার বিরুদ্ধে একটা চক্তান্ত। এর মাধ্যমে বরাবরের মতো তাকে ভিলেন বানানো হয়। যদি ক্রিকেটপ্রেমী হয়ে থাকেন তাহলে আপনার কার্যকলাপ নিয়ে আপনি সতর্ক থাকেন।’

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন