সাবেক উপজেলা চেয়ারম্যান বাদলের ওপর হামলা; অভিযোগের তীর কাদের মির্জা দিকে
নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারীদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের (৫০) ওপর হামলার অভিযোগ উঠেছে।
আজ শনিবার (১২ জুন) সকাল সাড়ে ৮ টায় বসুরহাট বাজারে ইসলামী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, গাড়ি ভাঙচুরসহ মিজানুর রহমান বাদল ও হাসিব আহসান আলালকে মারধর করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আহত মিজানুর রহমান বাদল বলেন, ‘সকালে মেয়র কাদের মির্জা তার ৩০-৩৫ জন অনুসারী নিয়ে বসুরহাট বাজারে মহড়া দিচ্ছিল। আমি এবং সাবেক ছাত্রনেতা আলাল ঢাকার উদ্দেশ্যে তাদের পাশ দিয়ে যাচ্ছিলাম। এ সময় কাদের মির্জার অনুসারীরা হামলা চালায় এবং গাড়ি ভাঙচুর করে। এতে আমরা আহত হই।’
এ ব্যাপারে জানতে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার মুঠোফোনে বার বার কল দিলেও তিনি রিসিভ করেননি।
শেখ সোহান