আর্কাইভ থেকে বাংলাদেশ

এপ্রিলে দেশে ডলারের ঘাটতি থাকবে না: পরিকল্পনামন্ত্রী

টাকা থাকলেই অপচয় করা যাবে না। বর্তমানে দেশে ডলারের কোনো সংকট নেই, তবে কিছুটা ঘাটতি আছে। আগামী বছরের মার্চ বা এপ্রিল থেকে এ ঘাটতি থাকবে না বলে আশা করছি। বললেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে কুস্তি খেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, সারাবিশ্বে মূল্যস্ফীতি কমে আসছে। গত তিন মাসে বাংলাদেশেও মূল্যস্ফীতি কিছুটা কমেছে। আশা করি ডিসেম্বর মাসে আরও কমবে। নতুন বছরের মার্চ কিংবা এপ্রিলে দেশে ডলারের ঘাটতি থাকবে না।

এ সম্পর্কিত আরও পড়ুন