আর্কাইভ থেকে বাংলাদেশ

ইসিতেই এনআইডির দায়িত্ব থাকা উচিত: সিইসি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবস্থাপনার দায়িত্ব নির্বাচন কমিশনের কাছেই থাকা উচিত। বললেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। 

শনিবার (১২ জুন) দুপুর ২টায় বরিশাল সার্কিট হাউসে পৌর এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেয়ার সময় একথা বলেন তিনি।

কে এম নূরুল হুদা বলেন, এনআইডি সংক্রান্ত নির্বাচন কমিশনের মতামত প্রতিবেদন আকারে সরকারের কাছে জমা দেওয়া হয়েছে।

এদিকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে দেশের বিশিষ্ট ৪২ জন নাগরিকের দুর্নীতি অভিযোগের বিষয়ে সিইসি বলেন, অভিযোগকারীদের সরকারি কেনাকাটা আইনের বিষয়ে ধারণা নেই। তাদের সবগুলো অভিযোগ মিথ্যা এবং অসত্য। তাদের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও মন্তব্য করেন তিনি।

আসন্ন ২১ জুনের নির্বাচন অবাধ, সুষ্ঠু, সুন্দর করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানান সিইসি।

এর আগে বরিশাল সার্কিট হাউসে পৌর এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।

সভায় বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।

শুভ মাহফুজ

এ সম্পর্কিত আরও পড়ুন