আর্কাইভ থেকে ক্রিকেট

৫ উইকেট শিকারি সাকিব

ওয়ানডে ক্যারিয়ারে চতুর্থবারের মতো ৫ উইকেট পেয়েছেন সাকিব আল হাসান। তার বোলিং তোপে বিপদে পড়েছে ভারতীয় ব্যাটিং লাইন আপ। ৩৫তম ওভারে প্রথম বলে শার্দুল ঠাকুর ও চতুর্থ বলে দিপক চাহারকে আউট করে পঞ্চম উইকেট তুলে নেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার।

রোববার (৪ ডিসেম্বর) দুপুর ১২টায় মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।

ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই বিপাকে পড়ে ইন্ডিয়া। পাওয়ার প্লেতে সাকিব আল হাসানের জোড়া উইকেট শিকারের পর লোকেশ রাহুলের ব্যাটে ঘুরে দাঁড়ায় ভারত। এরপর নিয়মিত বিরতিতে দ্রুত উইকেট হারিয়ে মাত্র ১৮৬ রানেই গুটিয়ে যায় ভারত। দেশসেরা অলরাউন্ডার সাকিব নেন ৫টি উইকেট।

ইনিংসের শুরুটা অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমান করলেও প্রথম পাঁচ ওভারের ভেতর কোনো সফলতার দেখা পান নি। অপর প্রান্ত থেকে বল করেন পেসার হাসান মাহমুদ। দুই জনের কেউই যখন ভারতীয় ওপেনারদের পরাস্ত করতে পারছেন না ঠিক তখনই টাইগার অধিনায়ক মিরাজের উপর আস্থা রাখেন।

পাওয়ার প্লে শেষ হতেই লিটন তার দলের সব থেকে অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসানকে বোলিংয়ে নিয়ে আসেন। এসেই ভারতীয় ব্যাটিং লাইনআপ রীতিমত চুরমার করে দেন দেশ সেরা অল রাউন্ডার। নিজের প্রথম ওভারেই সাজঘরে ফেরান রোহিত শর্মা ও কোহলিকে। দলীয় ৪৯ রানে ৩ উইকেট হারানো ভারতকে পথ দেখান লোকেশ রাহুল।

সাকিব-এবাদতদের তোপে ৪১.২ ওভারে ১৮৬ রানে অল আউট হয়েছে শক্তিশালী ভারত।

 

এ সম্পর্কিত আরও পড়ুন