আর্কাইভ থেকে দেশজুড়ে

চট্টগ্রামে আ. লীগের জনসভায় প্রধানমন্ত্রী

চট্টগ্রামের পলোগ্রাউন্ডে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

রোববার (৪ ডিসেম্বর) দুপুর ১২টায় স্থানীয় নেতাদের বক্তব্য দেয়ার মধ্যে দিয়ে এ সমাবেশ শুরু হয়।

এর আগে সকাল ১০টা থেকে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল ৩টার দিকে জনসভায় যোগ দেন প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মাঠে নৌকার আদলে তৈরি করা হয়েছে সর্ববৃহৎ মঞ্চ। যার দৈর্ঘ্য ১৬০ ফুট। আর মূল মঞ্চের দৈর্ঘ্য ৯০ ফুট। যেখানে কয়েক সারিতে প্রধানমন্ত্রীর সাথে বসবেন শীর্ষ নেতারা। এছাড়া সভাস্থলে থাকছে মুক্তিযোদ্ধা ও নারীদের জন্য আলাদা জায়গা।

এদিকে জনসভায় যোগ দিতে সকাল থেকেই বিভিন্ন স্লোগান সম্বলিত পোস্টার-ব্যানার হাতে মিছিল নিয়ে জনসভাস্থলে আসতে থাকেন নেতাকর্মীরা। চট্টগ্রাম ও আশপাশের জেলা থেকে বাস ও ট্রাকযোগে লোকজন আসতে শুরু করে। এ সময় এক এক এলাকার কর্মীদের এক এক রঙের টি-শার্ট পরে আসতে দেয়া যায়; এর মধ্যে লাল রঙের টি-শার্টে পটিয়া, কমলা রঙের টি-শার্টে সন্দ্বীপ, গোলাপি রঙের টি-শার্টে রাউজান। এমনকি ছাত্রলীগ ও যুবলীগ প্রত্যেকেই ভিন্ন ভিন্ন রঙের পোশাক পরে আসেন জনসভায়।

এ সম্পর্কিত আরও পড়ুন