বৃহস্পতিবার থেকে রোহিঙ্গাদের নেয়া শুরু করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের ওপর চাপ কমাতে আগামী বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) থেকে রোহিঙ্গাদের নেয়া শুরু করতে পারে যুক্তরাষ্ট্র। প্রথম তালিকায় জায়গা পেয়েছেন ৬২ জন রোহিঙ্গা।
আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, সর্বমোট ৩০০ থেকে ৮০০ জন রোহিঙ্গাকে যুক্তরাষ্ট্রে নেয়া হতে পারে বলে জানিয়েছেন তিনি। তবে নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করেনি যুক্তরাষ্ট্র। বাংলাদেশের ওপর ভার কমাতে এ সিদ্ধান্ত বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযান শুরু হলে সাত লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগেও রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল। এছাড়া গত পাঁচ বছরে আরও অনেক রোহিঙ্গা শিশুর জন্ম হয় বাংলাদেশে। সব মিলে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা এখন ১২ লাখের অধিক বলে ধারণা করা হয়। বলার অপেক্ষা রাখে না, সংখ্যাটি ক্রমেই বড় হচ্ছে।