ফখরুলকে বিএনপির অফিসে ঢুকতে দিলো না পুলিশ
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার পথে নাইটিঙ্গেল মোড়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি আটকে দিয়েছে পুলিশ। কার্যালয়ের দিকে যেতে বাধা দিয়ে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
এ সময় মির্জা ফখরুল পুলিশ সদস্যদের বলেন, ‘আমি আমার কার্যালয়ে যেতে পারব না? এটা কেমন কথা?’
উত্তরে পুলিশকে বলতে শোনা যায়, ‘সরি স্যার, বিএনপি কার্যালয়ে যাওয়ার অনুমতি নেই।’
পুলিশ আরও বলেন, এই মূহুর্তে আপনার অফিস হচ্ছে ক্রাইম সিন।