আর্কাইভ থেকে বিএনপি

বিএনপি কার্যালয়ে বোমা রেখেছে পুলিশ: মির্জা ফখরুল

পুলিশ নয়াপল্টন কার্যালয়ে সিমেন্টের ব্যাগে করে বোমা নিয়ে এসেছে। বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, পুলিশ চাল পেয়েছে, এগুলো কি বিস্ফোরক? সেখানে ১৬০ বস্তা চাল ও দু্ই লাখ পানির বোতল রাখার মতো জায়গা নেই সেখানে।

তিনি আরও বলেন, বিএনপির কার্যালয় থেকে দলের সদস্যদের দেয়া মাসিক চাঁদা ও ব্যাংকের চেক বই নিয়ে গেছে।

এর আগে সকাল এগারটার দিকে নাইটিঙ্গেল মোড়ে মির্জা ফখরুলকে কার্যালয়ের দিকে যেতে বাধা দিয়ে তাকে ফিরিয়ে দেয় পুলিশ।

এ সময় মির্জা ফখরুল পুলিশ সদস্যদের বলেন, আমি আমার কার্যালয়ে যেতে পারব না? এটা কেমন কথা? উত্তরে পুলিশকে বলতে শোনা যায়, সরি স্যার, বিএনপি কার্যালয়ে যাওয়ার অনুমতি নেই।

পুলিশ আরও বলেন আপনি আমার উপর উত্তেজিত হবেন না। আমাদের ক্রাইম সিনের কাজ শেষ না হওয়া পর্যন্ত কারোরই যাওয়ার অনুমতি নেই। পুলিশের ওপর সেখান থেকে বোমা নিক্ষেপ করা হয়েছে। আমরা সেই জায়গাটিকে প্লেস অব অকারেন্স হিসেবে বিবেচনা করছি। সিআইডি ক্রাইম সিন নিয়ে কাজ করছে।

পরে মির্জা ফখরুল সেখানে উপস্থিত সাংবাদিকদের বলেন, আমাকে পার্টি অফিসে যেতে দেয়া হলো না।

তিনি বলেন, বিএনপির ১০ তারিখের সমাবেশ নস্যাৎ করতে, গণতন্ত্র ধ্বংস করার জন্য চক্রান্ত হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন